দ্য ফাদার’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এবারে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন এন্থনি হপকিন্স।
অনেকেই আশা করেছিলেন ৯৩ তম অ্যকাডেমি অ্যাওয়ার্ডস এ করোনায় মৃত অভিনেতা চ্যাডউইক বসম্যান (৪৩) মরনোত্তর অস্কার জিতে নেবেন। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন ৮৩ বছর বয়সি হপকিন্স।
এদিকে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন চীনা পরিচালক ক্লো ঝাও। তিনি তার নোম্যাডল্যান্ড ছবির জন্য এ পুরস্কার পেলেন। এছাড়া ছবিটিতে অভিনয়কারী ফ্রান্সেস ম্যাকডরমেন্ড পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। নোম্যাডল্যান্ড সেরা ছবির পুরস্কারও জিতে নিয়েছে।
সেরা সহ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেলেন ড্যানিয়েল কালুয়া এবং ইউন ইউ জুং।