অস্কারে সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কেসি অ্যাফ্লেক। ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য তিনি এই পুরস্কার জিতলেন। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় অস্কার অনুষ্ঠান শুরু হয়। উপস্থাপনা শুরু করেন জিমি কিমেল।

অনুষ্ঠানের শেষের দিকে এসে ঘোষণা করা হলো এ বছরের সেরা অভিনেতার নাম। `ম্যানচেস্টার বাই দ্য সি` ছবির জন্য কেসি অ্যাফ্লেক জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। এই বিভাগে আরো মনোনয়ন পেয়েছিলেন ‘হ্যাকসো রিজ’-এর অ্যান্ড্রু গারফিল্ড, ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’-এর ভিগো মরটেনসেন ও ‘ফেন্সেস’-এর জন্য ডেনজেল ওয়াশিংটন।

অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি দেখাচ্ছে এবিসি নেটওয়ার্ক।

সুত্র: দ্য রিপোর্ট