অস্কারে সেরা অভিনেতা গ্যারি ওল্ডম্যান

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে ৩বার বাফটা, ১বার গোল্ডেন গ্লোব জয়ী গ্যারি ওল্ডম্যানের হাতে উঠলো সেরা অভিনেতার পুরস্কার। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবিতে যুক্তরাজ্যের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন কিংবদন্তি হয়ে উঠা এই বর্ষীয়ান অভিনেতা।

২০১২ সালে একবার অস্কারের জন্য মনোনীত হলেও ৬ বছর ঠিকই সোনালী নারীকে আপন করে নিলেন গ্যারি ওল্ডম্যান।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।

আজকেরবাজার/এমটি