যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯২তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জোকিন ফিনিক্স। ‘জোকার’সিনেমায় অসামান্য অভিনয়ের মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে এবার অস্কার জিতে নিয়েছেন জোকিন। এই চলচ্চিত্রে গোটা বিশ্বের সিনেপ্রেমিদেরকে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন তিনি।
২০০১ সালে‘গ্ল্যাডিয়েটর’ছবির জন্য সহ-অভিনেতা হিসেবে মনোনিত হলেও, হাতছাড়া হয় অস্কার। পাঁচ বছর পর ২০০৬ সালে‘ওয়াক দ্য লাইন’এবং ২০১৩ সালে‘দ্য মাস্টার’ছবির জন্য সেরা অভিনেতার মনোনয়োন পেয়েছিলেন জোকিন। ২০২০ সালে এসে অবশেষে ধরা দিলো সাফল্য,‘জোকার’-এর জন্য পেয়ে গেলেন সেরা অভিনেতার অস্কার পুরস্কার। এর আগে একই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন জোকিন ফিনিক্স। এছাড়া, সেরা সহ-অভিনেতা হিসেবে এবার অস্কার জিতেছেন ব্রাড পিট।‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে এই অস্কারের গ্লোডেন ট্রফি উঠল জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের হাতে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান