ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। এর আগে বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরো কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কারের আসরে সেরা নায়িকা হয়েছেন তিনি। এবার অস্কারে জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেত্রী বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই ছিল মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট), সারশা রোনান (লেডি বার্ড), স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার) ও মার্গট রবির (আই, টনিয়া) মধ্যে।
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় বিকাল ৫টায় শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অস্কারের ৯০ তম আসরের উপস্থাপনায় গতবারের মতো এবারো ছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আজকেরবাজার/এইচজে