৯১তম অস্কারে সেরা ছবি ‘গ্রিন বুক’, অভিনেত্রী অলিভিয়া ও অভিনেতা রামি মালেক

An Oscar statue is pictured at the press preview for the 91st Academy Awards Governors Ball, Friday, Feb. 15, 2019, in Los Angeles. The 91st Academy Awards will be held on Sunday, Feb. 24. at the Dolby Theatre in Los Angeles. (Photo by Chris Pizzello/Invision/AP)

অস্কারে সেরা ছবি ‘গ্রিন বুক’, অভিনেত্রী অলিভিয়া ও অভিনেতা রামি মালেক

হলিউডের সবচেয়ে মর্যাদার পুরস্কার অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের ৯১তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘গ্রিন বুক’।

সোমবার সকালে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র পরিচালক পিটার ফ্যারেলির পরিচালনায় গত বছর নভেম্বরে মুক্তি পায় ‘গ্রিন বুক’।

প্রতিযোগিতায় দ্য ফেভারিট, এ স্টার বর্ন, ব্ল্যাকল্যান্সম্যান, ভাইস, ব্ল্যাক পেন্থার ও রোমাকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে ছবিটি।

অস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন ইংল্যান্ডের অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।

সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রামি সাঈদ মালেক। ‘বোহেমিয়ান রাপসাডি’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেলেন।

এছাড়া অন্য পুরস্কারের মধ্যে ‘ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক’ চলচ্চিত্রে অভিনয়রে জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রেজিনা কিং। আর অস্কার পাওয়া চলচ্চিত্র ‘গ্রিন বুক’-এ অভিনয় করে সেরা সহ–অভিনেতার পুরস্কার জিতেছেন মাহেরশালা আলী।

বিদেশি ভাষার চলচ্চিত্রের ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন মেক্সিকোর ‘রোমা’ চলচ্চিত্রটি। আবার এই চলচ্চিত্র পরিচালনার জন্যই সেরা পরিচালকের পুস্কারটিও জিতে নিয়েছেন আলফাঁসো কুয়েরাঁ। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ