অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান জন বেইলির বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
বুধবার একাডেমির কাছে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এসেছে। এসব অভিযেগের ভিত্তিতেই তদন্তের কাজ শুরু হয়েছে।-খবর ভ্যারাইটি ম্যাগাজিনের।
৭৫ বছর বয়সী এ সিনেমাটোগ্রাফার গত বছর অস্কার অ্যাকাডেমির প্রধান হিসেবে নির্বাচিত হন।
বেইলি দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যেই হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইনের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ আনেন।
এই অভিযোগে গত অক্টোবরেই অ্যাকাডেমি থেকে বহিষ্কার করা হয় ওয়েইনস্টেইনকে। নির্যাতন ও হয়রানি রোধে ডিসেম্বরে প্রতিষ্ঠানটি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন আচরণ বিধিও ঠিক করে দেয়। বেইলির বিরুদ্ধে অভিযোগের কথা প্রথম জানায় ভ্যারাইটি ম্যাগাজিন। এই অভিযোগগুলো পর্যালোচনা করেই তদন্তের কাজ শুরু হয়েছে।
অভিযোগ ও এ সংক্রান্ত বিষয়ে বেইলির কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি।
উল্লেখ্য, বেইলি গত আগস্টে চার বছরের জন্য অস্কার অ্যাকাডেমির প্রধান হন। ২০১৫ সালে আমেরিকান সোসাইটি অব সিনেমাটোগ্রাফার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেছিল
আজকের বাজার/আরজেড