অস্ট্রিয়ার স্কুলে কন্যাশিশুদের হিজাব পরার নিষেধাজ্ঞা

১০ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব করেছে অস্ট্রিয়ার সরকার।

প্রস্তাবিত আইনের বিস্তারিত এখনও ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ১০ বছর পর্যন্ত বয়স্ক মেয়েরা এই আইনের আওতাধীন থাকবে।

অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন প্রস্তাবিত এই শিশু সুরক্ষা আইন সামনের গ্রীষ্মেই কার্যকর করা হবে এবং ইসলামিক প্রভাব থেকে অস্ট্রিয়ার সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক আইন হবে।

অস্ট্রিয়ার প্রধান মুসলিম দল বলছে, এ সিদ্ধান্তের ফলে ঠিক কতজন শিশু প্রভাবিত হবে, তা এখনও ধারণা করা যাচ্ছে না। ধর্মীয় অনুশাসন অনুযায়ী, বয়োসন্ধিকাল শুরু হলে মুসলিম মেয়েশিশুদের মাথায় স্কার্ফ পরতে হয়।

অস্ট্রিয়ার একটি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্টজ বলেন, অস্ট্রিয়ার ভেতরে একাধিক ধরনের সমাজব্যবস্থা যেন গড়ে না ওঠে সেটি নিশ্চিত করতে চাই আমরা।

উল্লেখ্য, অস্ট্রিয়ায় এর আগে জোট সরকার প্রকাশ্যে নিকাবসহ মুখ ঢেকে রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নারীদের হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা ছিল না।

এদিকে অস্ট্রিয়ার মুসলিম সম্প্রদায়ের নেতারা সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আলোচনায় বসার তাগিদ দিয়েছেন

আজকের বাজার/আরজেড