অস্ট্রিয়ার রক্ষণশীল ডানপন্থী ও বামপন্থী গ্রীন পার্টি অভূতপূর্ব কোয়ালিশন সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে। ডানপন্থি নেতা সেবাস্টিন কুরজ এর এই পরিকল্পনা ইউরোপে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলো। খবর এএফপি’র।
দল দুটি গত বুধবার কোয়ালিশন সরকার গঠনের সিদ্ধান্তে উপনীত হয়। এক দুর্নীতি কেলেংকারীতে জড়িয়ে পড়ায় ডানপন্থি দলের সঙ্গে গঠিত কোয়ালিশন ভেঙ্গে যাওয়ার পর সেপ্টেম্বরের নির্বাচনে ৩৩ বছর বয়সী কুরজের দল বিজয় লাভ করে। কট্টর অভিবাসন বিরোধী কুরজ বলেছেন, তার পিপল্স পার্টি (ওইভিপি) এবং গ্রীন পার্টি ‘জলবায়ু ও সীমান্ত রক্ষার’ ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে সক্ষম হয়েছে।
দৈনিক কুরিয়ার-এর বৃহস্পতিবারের সংবাদ শিরোনাম ছিল ‘ঐতিহাসিক চুক্তি হলো’। তবে, বামপন্থীদের সপক্ষে লেখা এক কলামে এই কোয়ালিশনকে ‘সাহসী পরীক্ষা’ এবং ‘রাজনৈতিক দু:সাহসিকতা’ বলে বর্ণনা করা হয়েছে।