অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে রোববার সকালে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে ও এক যাত্রী আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানায়।
মেলবোর্ন থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত গলবার্ন ওয়্যারের স্নিপে রোডের একটি ব্যক্তিগত সম্পত্তিতে স্থানীয় সময় সকাল ৭ টা ১৫ মিনিটে একটি জাইরোকপ্টার মাটিতে পড়ে যায়। খবর এএফপি’র।
ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বিমানটিতে দু’জন আরোহণ করছিলেন। পুলিশ বলেছে, বিমানের পাইলট ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গে থাকা আহত যাত্রীর জীবনের ঝুঁকি নেই তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখোনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যায়নি। ঘটনা তদন্তের জন্য একটি প্রতিবেদন তৈরি করা হবে। পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী যে কাউকে সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও ফুটেজ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু
![](https://www.ajkerbazzar.com/wp-content/uploads/2023/11/image-113121-1699168770.jpg)