অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ৫১টি তিমি মারা গেছে: কর্তৃপক্ষ

অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে ৫১টি পাইলট তিমি পশ্চিম মারা গেছে। কর্তৃপক্ষ বুধবার এ কথা নিশ্চিত করে বলেছে, তিমিগুলো আটকে পড়ার মাত্র কয়েক ঘন্টা পরেই মারা যায়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্ক এবং বন্যপ্রাণী পরিষেবা বলেছে, তারা অবশিষ্ট ৪৬টি তিমিকে দিনের বেলা গভীর জলের দিকে পরিচালিত করে বাঁচানোর চেষ্টা করছে।