চীনের উহান প্রদেশে করোনাভাইরাসের উৎপওি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত ১৩ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। আর এই করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ ‘শাটডাউন’করেছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার অস্ট্রেলিয়াজুড়ে ‘শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে বার, ক্লাব, জিম, সিনেমা হল এবং উপাসনালয়গুলো বন্ধ করতে হবে এবং ক্যাফে -রেস্ট্রুরেন্টে খাবার খাওয়ার জন্য অবস্থান করা যাবে না।
রোববার (২২ মার্চ) জাতীয় কেবিনেট মিটিং শেষে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন। অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা খুব দ্রুতই বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ১৩১৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭জনের মৃত্যু হয়েছে। দেশটির সিডনি শহরের নিউ সাউথ ওয়েলসে ৫৩৩ জন, মেলবোর্নে ২৯৫ এবং কুইন্সল্যান্ডে ২৫৯ জন আক্রন্ত হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কবলে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুপারমার্কেট, পেট্রোল পাম্প, ফার্মেসি এবং হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই স্কুল খোলা রাখতে, তবে অভিভাবকরা চান তাদের সন্তানদের ঘরে রাখতে। তারা ইচ্ছা করলে তা করতে পারেন। ‘আমাদের সন্তানদের একটি শিক্ষাবছর নষ্ট হোক তা চাই না’- বলেন স্কট মরিসন। এদিকে ভিক্টোরিয়াসহ কিছু কিছু রাজ্যে স্কুল এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে।
আজকের বাজার/শারমিন আক্তার