কোমরের ইনজুরির কারণে ২০২০ সালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছেনা বৃটিশ তারকা এন্ডি মারের।
৩২ বছর বয়সী এই স্কটিশ গত মাসে বৃটেনের হয়ে ডেভিস কাপ খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন। ইনজুরির কারণে জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার তিনটি শহরে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এটিপি কাপেও অংশ নিতে পারছেন না মারে।
এ প্রসঙ্গে হতাশ মারে বলেছেন, ‘শীর্ষ পর্যায়ে নিজেকে নতুনভাবে প্রমাণের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। অস্ট্রেলিয়ায় খেলতে না পারাটা সত্যিই হতাশার। ’
জানুয়ারিতে কোমরের অস্ত্রোপচারের পর মারের আশা ছিল মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামে ফিরে আসা। কিন্তু মিয়ামিতে অনুশীলন সেশনের পর পাঁচবারের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালিস্টের ইনজুরির কারনে আর কোর্টে নামা হয়নি। এক সংবাদ সম্মেলনে মারে মেলবোর্ন পার্কে না ফেরার ঘোষনা দিয়েছিলেন। জুনে লন্ডনে কুইন্স ক্লাব গ্রাস কোর্ট ইভেন্টের মাধ্যমে তিনি কোর্টে ফিরে আসেন। অক্টোবরে ইউরোপীয়ান ওপেন জয়ের মাধ্যমে তিনি নিজেকে আবারো শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার ইঙ্গিত দেন। কিন্তু সাম্প্রতিক ইনজুরিতে তাকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্রামে থাকতে হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেইগ টিলে বলেছেন, ‘আমি জানতাম এখানে খেলার জন্য মারে কতটা উদগ্রীব ছিল। ২০২০ সালেও তার খেলা হচ্ছেনা যা সত্যিই হতাশার। জানুয়ারিতে আমরাও তাকে দারুন মিস করবো। আশা করছি দ্রুতই সে সুস্থ হয়ে ফিরে আসবে।’
আগামী ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসেবে ৩ জানুয়ারি থেকে ১০ দিনের জন্য সিডনি, পার্থ ও ব্রিসবেনে অনুষ্ঠিত হবে এটিপি কাপ।
আজকের বাজার/লুৎফর রহমান