কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্বার গতিতে ছুটছিল তাঁর বিজয়রথ। কিন্তু শেষ আটে এসে ছন্দপতন। অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল।
২০০৯ পর দ্বিতীয়বার রড লেভার এরিনায় খেতাব জয় আরও একবার অধরাই রইল বিশ্বের এক নম্বরের। ওপেন এরার প্রথম টেনিস প্লেয়ার হিসেবে প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামে অন্তত দু’বার শিরোপা জিতে ইতিহাস গড়ার অপেক্ষা দীর্ঘায়িত হল স্প্যানিশ মায়েস্ত্রোর। ম্যাচের ফল থিয়েমের পক্ষে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪), ৬-৪, ৭-৬ (৮-৬)।
আজকের বাজার/লুৎফর রহমান