হংকংয়ে শনিবার থেকে শুরু হওয়া দুই দিন-ব্যাপী হংকং ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আফিফ হোসেন ধ্রুবের অলরাউন্ড নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় শেষ ওভারে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে তরুণদের নিয়ে গড়া বাংলাদেশ ক্রিকেট দল।
হংকংয়ের কোলন ক্রিকেট ক্লাব মাঠে প্রতিযোগিতার দশম ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। এমতাবস্থায় বোলিংয়ে আসেন আফিফ হোসেন। শেষ ওভারের প্রথম বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান রিয়ারডন ১ রান নেন। এরপর টানা তিন বলে অজি ব্যাটসম্যানদের পরাস্ত করে ডট বল তুলে নেন এই স্পিনার। শেষ ওভারে তাঁর মাত্র ৭ রান খরচে মূল্যবান এক উইকেট তুলে নেওয়ার ফলশ্রুতিতে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে জন হ্যাস্টিংসের ব্যাট থেকে। ৪ ছয় ও ১ চারে ৩২ রান করলে প্রতিযোগিতার নিয়ামানুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তাছাড়া নাথান রিয়ারডন ১১ বল মোকাবেলায় ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মনিরুল ইসলাম ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ ২৪ রান দেন। এছাড়া নিজেদের বরাদ্দকৃত এক ওভারে কাজী অনিক ১৫, সাইফ হাসান ১৮, রবিউ হক ১৭ ও আফিফ হোসেন ৭ রান দেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে ইনিংসের গোড়াপত্তন করতে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে। ৬ চার ও ১ ছয়ে ১১ বল খেলে ৩৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর কার্যকর ইনিংসের পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ২২ ও কাজী অনিকের ১১ রানে ভর করে ৮৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড-
বাংলাদেশ ৮৮/২ (৫ ওভার)
আফিফ ৩৪*, মাহিদুল ২২*; রিয়ারডন ১৬/১
অস্ট্রেলিয়াঃ ৮২/১ (৫ ওভার)
হ্যাস্টিংস ৩২, নাথান ২৬*; আফিফ ১-০-৭-০
ফলাফলঃ বাংলাদেশ ৬ রানে জয়ী।
আজকের বাজার: সালি / ২৮ অক্টোবর ২০১৭