আইসিসি ক্রিকেট বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শতাধিক রান তাড়া করে জয় পাওয়া টাইগাররা ফুরফুরে মেজাজে রয়েছেন।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়েছে। শুধুমাত্র ভারতের বিপক্ষে পরাজয় বরণ করে অজিরা।
অন্যদিকে ৫ ম্যাচের ২টিতে জিতেছে টাইগাররা। ২টিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮, বাংলাদেশের ৫।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাত্র ১টিতে জিতেছে টাইগাররা। বিশ্বকাপে দুই বারের মুখোমুখিতে বাংলাদেশ একটিতেও জয় পায়নি।
তবে এবার সাকিব, মুশফিক, তামিম, লিটন, সৌম্যদের ব্যাট এবং মাশরাফি, মুস্তাফিজ ও মিরাজরা বল হাতে জ্বলে উঠলে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতে পারবে বাংলাদেশ।
আজকের বাজার/এমএইচ