অস্ট্রেলিয়ার ডারউইনে মঙ্গলবার গুলি করে কমপক্ষে চারজনকে হত্যা ও বেশ কয়েকজনকে আহত করার পর এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয়।
মরিসন লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘এটি ভয়ানক সহিংসতার কাজ যা ইতোমধ্যে চারজনের জীবন কেড়ে নিয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
গুলির ঘটনায় ৪৫ বছরের এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে নর্দান টেরিটোরি পুলিশের ডেপুটি সুপার লি মরগান গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট করপোরেশন (এবিসি) জানিয়েছে, এক ব্যক্তি শেষ বিকালের দিকে প্লাম হোটেলে শটগান থেকে গুলি ছোড়ে। পুলিশ তিন জায়গায় গুলির খবর পায়।