অস্ট্রেলিয়ায় জঙ্গল জিপলাইন থেকে পড়ে পর্যটকের মৃত্যু

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গল জিপলাইন থেকে পড়ে এক ব্যক্তি নিহত ও এক নারী মারাত্মকভাবে আহত হয়েছে। তারা প্রায় ৫ তলা উচ্চতা বিশিষ্ট অরণ্য ভূমি থেকে পড়ে যায়। খবর এএফপি’র।
সাউথ অস্ট্রেলিয়া থেকে আসা এ দম্পতি মঙ্গলবার কুইন্সল্যান্ড রাজ্যের পর্যটন কেন্দ্র ডেইনট্রি রেইনফরেস্টের জঙ্গল সার্ফিং ক্যানোপিতে একত্রে চলার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ, পর্যটক ও জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনার শিকার ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৪৮ বছর বয়সী এক নারীকে উদ্ধার করে হেলিকপ্টারে করে কাইরন্স হাসপাতালে নেয়া হয়। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, এ নারী ঘাড় ও হাতে আঘাত পেয়েছে।