অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্বাঞ্চলীয় তিনটি এলাকায় দাবাগ্নি নিয়ন্ত্রণে আনার ব্যাপক প্রয়াস চালাচ্ছে। রবিবার তাপমাত্রা কিছুটা নেমে এলে এই এলাকায় তা স্বস্তি বয়ে আনে।
তবে নিউ সাউথ ওয়েলস,র ১৫০টি বনাগ্নি এখনো ভয়াবহ আকারের। হাজার হাজার গৃহহীন শহরবাসী বর্তমানে অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন ,তবে তারা জানেন না, যে তাদের ভাগ্যে কি লেখা আছে বলে খবর ভয়েস অফ আমেরিকা।
প্রধানমন্ত্রী স্কট মরিসনকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য সমালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী মরিসন বলেছেন, এটা দোষারোপের সময় নয়, কতটুকু আমরা করতে পেরেছি, তার ওপর মনোযোগ নিবদ্ধ করা।
আজকের বাজার/লুৎফর রহমান