অস্ট্রেলিয়ায় দাবানল মোকাবেলায় তিন প্রদেশে সেনা মোতায়েন

অস্ট্রেলিয়ার তিনটি প্রদেশে দাবানলে ক্ষতিগ্রস্থ এলাকাসমূহে সোমবার রিজার্ভ সৈন্য মোতায়েন করা হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন বিস্তৃত এলাকা এখন কৃষ্ণবর্ণ নরকালয়ে পরিণত হয়েছে। দাবানল বিশাল এলাকা জুড়ে ধ্বংস সাধন করেছে, যা আয়তনে আয়ারল্যার সমান। কর্তৃপক্ষ সতর্ক বার্তায় জানিয়েছে যে, মাসব্যাপী সংকটের উত্তরণ ঘটছে না, কারণ আরেকটি তাপপ্রবাহ এগিয়ে আসছে।

দমকল কর্মীরা যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আসা টিমগুলোর সঙ্গে যোগ দিয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। এর আগে তারা দাবানল মোকাবিলায় বৃষ্টি ও তুলনামূলক ঠান্ডা অবস্থাকে কাজে লাগাচ্ছে। রিজার্ভ সেনার বিশাল টিম মোতায়েন করা হয়েছে যা ইতোপূর্বে আর কখনো করা হয়নি। তারা অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ক্ষতির পরিমাণ নিরূপণ, বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে আনা এবং প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠিকে খাদ্য ও পানি সরবরাহ এবং জ্বালানী প্রদানে জরুরি সেবা সংস্থাগুলোকে সহায়তা দেবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান