রাজধানী ক্যানবেরার কাছে এক দাবানলের কারণে বৃহস্পতিবার ওই নগরীর বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত বিমানসমূহের ওঠানামার সুবিধার্থে যাত্রীবাহী বিমানের ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। ইতোপূর্বে বেশ কদিন ধরে সেখানে বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। গত সেপ্টেম্বর থেকে দেশটি নজিরবহীন দাবানলের সঙ্গে লড়াই করে আসছে। যা অনেক এলাকা ও প্রাণিকূল ধ্বংস করেছে। ক্যানবেরা বিমান বন্দরের এক মুখপাত্র বলেন, ‘অগ্নিনির্বাপক বিমানের কাজের সুবিধার্থে ‘বৃহস্পতিবার মধ্যাহ্নের দিকে (গ্রিনিচ মান সময় ০১০০টা) রাজধানীতে আসা-যাওয়ার যাত্রীবাহী ফ্লাইটসমূহ স্থগিত করা হয়।’ খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান