অস্ট্রেলিয়ায় শনিবার ফেডারেল নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন আরো তিন বছর মেয়াদে ক্ষমতায় থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বিরোধী লেবার নেতা অ্যান্থনি আলবানিজকে মোকাবেলা করছেন। আলবানিজ ২০১৯ সালে বিল শর্টনের পদত্যাগের পর থেকে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।
মরিসন প্রচারণাকালে এক ভিডিওতে দাবি করেছেন, তার সরকার সফলভাবে কোভিড-১৯ মোকাবেলা করেছে।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা আলবানিজও ‘একটি ভালো ভবিষ্যতের পরিকল্পনা’ তুলে ধরে ভিডিও প্রকাশ করেছেন। তিনি লেবারকে ক্ষমতায় নিয়ে যাওয়ার এবং অস্ট্রেলিয়ার ৩১ তম প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তার এ আশা প্রকাশকে মরিসন ঔদ্ধত্য বলে বর্ণনা করেছেন।
নির্বাচনে এক কোটি ৭০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। প্রতিনিধি পরিষদ কার নিয়ন্ত্রণে যাবে ভোটাররা তা নির্ধারন করবে।
অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন বলছে, সাত লাখেরও বেশি ভোটার ইতোমধ্যে আগাম ভোট দিয়েছে।