অস্ট্রেলিয়ার একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে দেশটির ব্রিজবেন শহরে এই দুর্ঘটনা ঘটেছে।
কুইন্সল্যান্ডের পুলিশ পরিদর্শক ড্যান ব্রাগ জানিয়েছেন, বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা কর্তৃপক্ষকে খবর দেয়।আগুনে পুড়ে যাওয়া ওই বাসা থেকে দুই নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণের আগে ওই বাসা থেকে ভয়ার্ত চিৎকার শোনার কথা জানিয়েছেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের সরিয়ে নেওয়ার পর দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
আগুন লাগার কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।
আজকের বাজার/আরজেড