অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে শতাব্দির ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পথঘাটগুলো নদীতে পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
কর্তৃপক্ষ আগামী কয়েকদিনের মধ্যে আরো বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অস্ট্রেলিয়ার গ্রীষ্মম-লীয় উত্তরাঞ্চলে এই সময়ে বর্ষা মৌসুমে সাধারণত ভারী বৃষ্টিপাত হয়ে থাকে।তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়েছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগটির কারণে কুইন্সল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় টাউনসভিল নগরীর হাজার হাজার বাসিন্দাকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে। এছাড়াও বৃষ্টিপাত অব্যাহত থাকলে ২০ হাজার বাড়িঘর পানিতে নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপদ্রুত এলাকায় সেনা সদস্যরা হাজার হাজার বালুরব্যাগ সরবরাহ করছে।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনাস্তাসিয়া প্যালাজজুক বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।
শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা ২০ বছরে একবার হয় না, এমন ভয়াবহ দুর্যোগ শতাব্দিতে একবার ঘটে।’
রোববার এবিসি টেলিভিশনে আবহাওয়াবিদ জনাথন হাউ বলেন, ‘আমরা আগামী সপ্তাহের গোড়ার দিকে আরো ভারী বৃষ্টিপাত দেখতে পারি।’
অঞ্চলটিতে গড়ে বছরে ৬ দশমিক ৫ ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এ বছর ইতোমধ্যেই তা ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।