অস্ট্রেলিয়ায় হত্যার দায়ে নারীর কারাদণ্ড

অস্ট্রেলিয়ায় সঙ্গীকে নৃশংসভাবে খুন করে রাস্তার ধারে লাশ ফেলে রাখার ঘটনায় লিন্ডে উইলিয়ামসন নামের ৬০ বছরের এক নারীকে আজীবন জেল দিয়েছে আদালত।

শুক্রবার আদালত এই রায় দেয়। ২০১৩ সালে কুইন্সল্যান্ডেই পাওয়া যায় মি. গারবিকসের মস্তকবিহীন দেহ।

আদালতে উইলিয়ামসন হত্যার বিষয়টি অস্বীকার করলেও মরদেহ পুড়িয়ে ফেলা কিংবা লুকানোর চেষ্টা করেছিলেন বলে স্বীকারোক্তি দেন।

ওই নারী আদালতকে আরো জানান, ২০১৩ সালের সেপ্টেম্বরে নিজেদের বাড়িতেই এই দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয়। হাতাহাতির এ পর্যায়ে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান গারবিক। সঙ্গীকে মাটিয়ে লুটিয়ে পড়া অবস্থায় রেখে উইলিয়ামসন বাসা থেকে বেরিয়ে যান। কয়েকদিন পরে বাড়ি ফিরে তিনি গারবিকের ছিন্ন মস্তকটি বাথরুমে দেখতে পান।

কিন্তু কুইন্সল্যান্ডের সর্বোচ্চ আদালতের জুরি বোর্ড তার এসব যুক্তিকে নকচ করে দিয়ে উইলিয়ামসনকে হত্যার জন্য অভিযুক্ত করে।

আরএম/