ভূখন্ডটিতে চীনের নিরাপত্তা অভিযানের পর অস্ট্রেলিয়া বৃহস্পতিবার সেদেশে পাঁচ বছর ধরে বসবাসরত হংকং-এর প্রায় ১০ হাজার নাগরিকের ভিসার মেয়াদ বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, হংকং-এর নাগরিকদের মধ্যে যারা শিক্ষার্থী অথবা অস্থায়ী কাজের ভিসায় বর্তমানে এদেশে রয়েছেন তাদেরকে অস্ট্রেলিয়ার স্থায়ী আবাসনের একটি পথ করে দেয়া হবে।