সফল অস্ত্রপচারের পর হাসপাতাল ছেড়েছেন ফুটবলের কিংবদন্তি আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা।
রোববার ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী ম্যারাডোনার একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পাকস্থলিতে রক্তক্ষরণের কারণে শনিবার ম্যারাডোনার অস্ত্রপচার করা হয়।
চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ওলিভস ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে চিকিৎসক তাকে অস্ত্রপচারের কথা বলেন।
আর্জেন্টিনার সংবাদ মাধমের খবর অনুযায়ী, ম্যারাডোনার অবস্থা গুরুতর নয়। হার্নিয়ার কারণে রক্তক্ষরণ হয়েছিল।
৫৮ বছর বয়সী ম্যারাডোনা কয়েকদিনের মধ্যেই মেক্সিকো যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সেখানে ডারাডোস ডি সিনালোয়ার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ