বরিশালে এক মাদক ব্যবসায়ীর পেটে অস্ত্রপচার করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ মে) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীর পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের নাম নুর আলম (৫০)। তিনি লক্ষ্মীপুর জেলার চরশীতা থানা এলাকার আবু হাসেমের ছেলে।
মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলী হাউজিং এলাকার জনৈক সুলতানের বাসা থেকে ৩ জনকে আটক করা হয়।
এর মধ্যে নুরে আলম নামক এক ব্যাক্তির পেট অস্বাভাবিক ফোলা দেখে তাকে এক্সরে করা হয়। বিষয়টি নিশ্চিত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে অপারেশনের মাধ্যমে ইয়াবাগুলো উদ্ধার করে।
নূর আলমের বিরুদ্ধে মাদক বহন ও বিক্রির দায়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ