খাতা-কলম আর বইয়ের সঙ্গে এখন থেকে শিক্ষকের হাতে থাকবে অস্ত্র। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অস্ত্রবহন করার এমন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিনেট। সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।
অঙ্গরাজ্যের কংগ্রেসে ভোটাভুটিতে ২০ আইনপ্রণেতা ছিলেন প্রস্তাবের পক্ষে। বিপক্ষে ভোট দেন ১৮ সিনেটর। ‘স্কুল নিরাপত্তা বিল’-এ স্বয়ংক্রিয় রাইফেল বিক্রির ওপর নতুন বিধিনিষেধের পাশাপাশি শিক্ষকদের অস্ত্রবহনের অনুমতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যকেন্দ্র রাখার প্রস্তাব দেয়া হয়।
অস্ত্র কেনার জন্য বয়সসীমা ১৮ থেকে ২১ উন্নীত করার পরও অনেক আইনপ্রণেতা খুশি নন। তাদের অভিযোগ, শুধু এর মাধ্যমে ঠেকানো যাবে না অবৈধভাবে অস্ত্র বিক্রির হার।
ভ্যালেন্টাইনস ডে’তে পার্কল্যান্ডের ‘মেজোরিটি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ১৭ জনকে হত্যা করা হয়। হামলাকারী ঐ স্কুলের বহিষ্কৃত শিক্ষার্থী। এরপরই নিরাপত্তার কথা বিবেচনা করে প্রস্তাবটি পাশ হলো।