ভারত ও পাকিস্তান এই দুই বৈরী প্রতিবেশী দেশ এখন থেকে ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি মেনে চলতে রাজি হয়েছে।
সীমান্তে গোলাগুলি বন্ধে তারা একমত হয়েছেন।
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে একমত হন।
মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ফোন করেন ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমওকে।
দুপক্ষের মধ্যে দীর্ঘ আলাপে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে দুই দেশ ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে।
কোনোভাবেই যাতে সীমান্ত এলাকার শান্তি নষ্ট না হয় তা খেয়াল রাখা হবে বলেও দুপক্ষ একমত হয়।
আজকের বাজার/একেএ