মেহরাজ মোর্শেদ : বাংলাদেশ অস্ট্রেলিয়া ১ম টেস্টে ২২১ রানে থেমেছে বাংলাদেশের ২য় ইনিংস। সফরকারীদের সামনে ২৬৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
দিনের শুরুতে তাইজুল এবং ইমরুল আউট হওয়ার পর স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করে ভাঙ্গে তামিম-মুশফিক জুটি। ব্যক্তিগত ৭৮ রান করে কমিন্সের বলে ওয়েডের হাতে তালুবন্দী হয়ে ফিরে যান ওপেনার তামিম। এরপর ব্যক্তিগত ৫ রানে সাকিব ফিরে গেলে মুশফিক-সাব্বিরের জুটি স্কোরবোর্ডে আরও ৪৩ রান যোগ করে।
মুশফিক আউট হওয়ার পর কোনও রান না করেই নাসির এবং সাব্বির দ্রুত ফিরে গেলে ৫ উইকেটে ১৮৬ থেকে দলীয় রান হয় ৮ উইকেটে ১৮৬। এরপর মিরাজ-শফিউল জুটিতে দুইশ পার করে বাংলাদেশ। ৯ রান করে আউট হন শফিউল। মিরাজের ব্যাট থেকে আসে ২৬ রান। অপরাজিত মোস্তাফিজ রানের খাতা খোলেন নি।
আজকের বাজার: সালি/এমএম/ ২৯ আগস্ট ২০১৭