কিডনিতে অস্ত্রোপচার শেষে হোয়াইট হাউজে ফিরলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টার থেকে হোয়াইট হাউসে ফিরেছেন মেলানিয়া ট্রাম্প। এছাড়া এক টুইটের মাধ্যমে মেলানিয়ার ফেরার খবর জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবরে বলা হয়, গত সোমবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। এত লম্বা সময় ধরে তার হাসপাতালে অবস্থান করা দেখে অনেকে আশঙ্কা করছিলেন তার শারীরিক অবস্থা যতটা বলা হয়েছে তার চেয়ে বেশি জটিল। ট্রাম্পের গোপনীয়তা রক্ষার অধিকার টেনে এ বিষয়ে অতিরিক্ত কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান মেলানিয়ার মুখপাত্র।
আরজেড/