অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের ৫৭ বনদস্যুর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের ৫৭ জন বনদস্যু।

বুধবার (২৩ মে) পৌনে একটার দিকে তারা আত্মসমর্পণ করেন।

এদের মধ্যে রয়েছেন, দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর ৯ জন, আমির আলী বাহিনীর ৭ জন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট সামসু বাহিনীর ৯ জন ও মুন্না বাহিনীর ৭ জন সদস্য। আত্মসমর্পণকালে তারা ৫৮টি অস্ত্র ও ১২৮৪ রাউন্ড গুলি জমা দেন।

বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কোস্ট গার্ডের মহাপরিচালক আওরঙ্গজেব চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৬ জন সদস্য।

আজকের বাজার/একেএ