রাজশাহীর বোয়ালিয়া উপজেলায় অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই সেই ফাঁদে পড়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
তারা হলেন- নগরীর অলকার মোড়েরর শ্রী রতন সরকারের ছেলে শ্রী প্রতাপ সরকার (৪২), সাহেব বাজার মাস্টারপাড়ার মো. মামুনের ছেলে শহিদুল হাসান রনি (৩৫), বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মো. মাসুম (৩৫)।
রবিবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নগর গোয়েন্দা শাখার এসআই আমিনুর রহমান বোয়ালিয়াপাড়া এলাকার গোলাম আজম হোসেন বাবুর বাড়ির ছাদ থেকে একটি বিদেশি কাটা বন্দুক উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতাবশত বাড়ির মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোনো পক্ষ ছাদের কার্নিস বেয়ে এসে অস্ত্রটি রেখে যেতে পারে বলে ধারণা করা হয়। পরে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঘটনার সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।