কক্সবাজারে অস্ত্র মামলায় আহমদ হোসাইন (৩০) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আহমদ হোসাইন কক্সবাজারের রামু উপজেলা সদরের তৈলীয়াঘোনা এলাকার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ জানান, বিধানমতে রায় হওয়ায় এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রামু থেকে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হন হোসাইন। ওই মামলা দীর্ঘ শুনানী শেষ আজ বৃহস্পতিবার অস্ত্র আইনের ১৯ বি ধারায় ১০ বছর কারাদণ্ড দেন বিচারক।
আজকের বাজার/আরআইএস