ফ্রান্সের স্ট্রাসবুর্গ নগরীর ক্রিসমাস মার্কেটে যে ব্যক্তি হামলা চালিয়েছে তাকে অস্ত্র সরবরাহ করায় শুক্রবার তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা আটক রয়েছে। বিচার বিভাগীয় সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
সূত্র আরো জানায়, সন্দেহভাজন তিনজনই একই পরিবারের সদস্য। তাদের বয়স ৩২, ৩৪ ও ৭৮ বছর। সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অস্ত্র সরবরাহ করায় ম্যাজিস্ট্রেট তাদেরকে অভিযুক্ত করে।
ক্রিসমাস মার্কেটে হামলা চালাতে চেরিফ চাকাতের ব্যবহৃত ৮এমএম আকারের একটি পিস্তল তাকে দেয়ায় একই পরিবারের এ তিন সদস্যকে অভিযুক্ত করা হয়। ওই মার্কেটে ১১ ডিসেম্বর চালানো চাকাতের হামলায় পাঁচজন নিহত ও ১১ জন আহত হয়।
ওই পরিবারের অপর দুই সদস্যের সাথে এ তিনজনকে মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চল থেকে গ্রেফতার করা হয়। কোন ধরনের অভিযোগ দায়ের ছাড়াই পরিবারের অপর দুই সদস্যকে বুধবার সন্ধ্যায় নিরাপত্তা হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে।
তবে আটক থাকা সন্দেহভাজন তিনজনকে বৃহস্পতিবার স্ট্রাসবুর্গ থেকে প্যারিসের কাছে লিভালোইস-পেরাটের সন্ত্রাস দমন ব্যুরোতে পাঠানো হয়েছে।