অস্বাভাবিক দরবৃদ্ধি ২ চিনিকলের

জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগার মিলস-এই দুই সরকারি চিনি কল তাদের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি দুটির পক্ষ থেকে ১৩ডিসেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এই তথ্য জানানো হয়েছে।

১৪ নভেম্বর থেকে জিলবাংলার শেয়ারদর টানা বেড়ে চলেছে। এ  সময়ে শেয়ারটির দর ২৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ১২ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত শেয়ারটির দর ৫৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৮০ টাকা ৮০ পয়সায় উঠেছে।

একই সময়ে শ্যামপুর সুগার মিলের শেয়ার দর ২৬ টাকা ২০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সা বা ১১৯ শতাংশ বেড়েছে। মঙ্গলবার শেয়ারটির বেড়ে সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

শেয়ারের এই দর বাড়ার হারকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চেয়ে ডিএসই মঙ্গলবার নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানি দুটি জানায়, তাদের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আজকের বাজার:এসএস/১৩ডিসেম্বর ২০১৭