পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জুন স্পিনার্স জানিয়েছে, তাদের কারখানা ২০১৬ সালের জুন মাস থেকে বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করা হয়েছে।
ওই বার্তায় কোম্পানিটি আরও জানায়, উৎপাদন বন্ধ থাকা সত্বেও শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখে আমরা অবাক ।সেই সঙ্গে কোম্পানির কারখানায় উৎপাদনের কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই বলে বার্তায় উল্লেখ করা হয়্ ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই শেয়ার দর ছিল ৫১.৬০ টাকা। যা দেড় বছর পর অর্থাৎ ২০১৮ সালের ২ জানুয়ারি বেড়ে দাড়ায় ১১৪.৬০ টাকায়। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬৩ টাকা বা ১২২ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮