পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাওয়াইদ ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কোম্পানিটির ফ্যাক্টরীতে কর্মরত অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৬৭ বছর বয়সী এই ব্যবসায়ী। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৫১ সালে জন্মগ্রহণ করা মোহাম্মদ জাওয়াইদ ইয়াহিয়া বাংলাদেশে ফার্মসিউটিক্যালস ইন্ডাষ্ট্রিজে ৪১ বছর ধরে কর্মরত ছিলেন। অ্যাডভেন্ট ফার্মার আগে তিনি প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস, অ্যারিস্টো ফার্মা লিমিটেড, গ্যাকো ফার্মাসিউটিক্যালসে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিটিক্যাল প্রফেশনালস (বিএসপিপি) এর সেক্রেটারি জেনারেল ছিলেন।পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাওয়াইদ ইয়াহিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কোম্পানিটির ফ্যাক্টরীতে কর্মরত অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৬৭ বছর বয়সী এই ব্যবসায়ী। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।