অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশ হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, রমনায় কোম্পানির লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়।
লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কোম্পানির চেয়ারম্যান ওয়াজি আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. জাওয়েদ ইয়াহিয়া, সিএফও আনোয়ার হোসেন, কোম্পানি সচিব মহসিন মিয়া। ইস্যু মানেজার ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন শিকদার, সিএপিএম অ্যাডভাইজারির প্রধান নির্বাহী তানিয়া শারমীন ও ইউকাস বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব এইচ মজুমদার।
এছাড়া অনুষ্ঠানে ডিএসই, সিএসই ও সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি, রোববার থেকে ১৯ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে।
গত ২ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।
সূত্র জানায়, কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।
ফলাফল ডাউনলোড করুনঃ
নাম |
ডাউনলোড করুন |
Stock Exchange TREC No. / M.Bank SL No. |
|
Residents Bangladeshi |
|
Residents Bangladeshi affected small investors |
|
Non-Residents Bangladeshi |
|
All Eligible Investors (Other than Mutual Fund) Pro-rata Allotment |