অ্যাডাটার লিজেন্ড ৭০০ সিরিজের ২৫৬ জিবি এম.২ এসএসডি

মেমোরি এক্সেসরিজের জন্য অ্যাডাটা ব্র্যান্ড বাংলাদেশে জনপ্রিয়। দেশে ব্র্যান্ডটির অথরাইজড ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এলো লিজেন্ড ৭০০ সিরিজের ২৫৬ জিবি এম.২ এসএসডি।

এসএসডিটি কমপ্যাক্ট সাইজের এবং দেখতে স্টাইলিশ। এম.২ ২২৮০ ফর্ম ফ্যাক্টর এসএসডিটির ইন্টারফেস পিসিআই-ই জেন ৩x৪। ৩ডি ন্যান্ড ফ্ল্যাশ এর ড্রাইভটির ম্যাক্সিমাম ডাটা রিড স্পীড আপ টু ২০০০এমবি/সেকেন্ড এবং ম্যাক্সিমাম ডাটা রাইট স্পীড আপটু ১৬০০এমবি/সেকেন্ড।

এছারাও এটি ১৫০০জি/০.৫ এমএস শক রেজিস্টেন্ট এসএসডি। ৩ বছরের লিমিটেড ওয়ারেন্টি সহ এসএসডিটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে এবং অথরাইজড ডিলার হাউজে। বিস্তারিত জানতেঃ ০১৯৭৭৪৭৬৪৯১।