স্টিভ স্মিথকে ওপেনিংয়ে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য একাদশ ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের একাদশের তিন ক্রিকেটারের অভিষেক হচ্ছে।
এ মাসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বিদায়ে অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর দায়িত্ব পেয়েছেন স্মিথ। প্রথমবারের মতো বড় ফরম্যাটে ইনিংস সূচনা করবেন ক্যারিয়ারে এ পর্যন্ত ১০৫ টেস্ট খেলা স্মিথ।
স্মিথ ওপেনিং করার দায়িত্ব পাওয়ায় তার চার নম্বর পজিশনে ব্যাট করবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
২০২০ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ২৪ টেস্টে ১০৭৫ রান ও ৩০ উইকেট শিকার করেছেন গ্রিন। গেল বছর জুলাইয়ে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।
এদিকে, প্রথম টেস্টের একাদশ ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবিয়ান দলে অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের। তারা হলেন- দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও জাস্টিন গ্রেভস এবং পেসার শামার জোসেফ।
২৭ বছর যাবত অস্ট্রেলিয়ার মাটিতে কোন টেস্ট ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ৩২ বছর ধরে অসিদের ডেরায় কোন সিরিজ জয়ের স্বাদ নিতে পারেনি ক্যারিবীয়রা।
অস্ট্রেলিয়া একাদশ : উসমান খাজা, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিঁও, জশ হ্যাজেলউড।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ন চন্দরপল, কির্ক ম্যাকেঞ্জি, অ্যালিক অ্যাথানাজে, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ। (বাসস/ওয়েবসাইট)