দুই পেসার ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার ও কেমার রোচের বোলিং তোপে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে গেছে সফরকারী শ্রীলংকা। হোল্ডার ৫ ও রোচ ৩ উইকেট নেন। ৪৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত ৫ বা ততোধিক উইকেট নিলেন হোল্ডার।
জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেট হাতে নিয়ে এখনো ১৫৬ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
গতকাল রাতে শুরু হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। সতর্কতার সাথে ইনিংস শুরু করেন শ্রীলংকার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারতেœ ও লাহিরু থিরিমান্নে। প্রথম ১০ ওভারে অবিচ্ছিন্ন ছিলেন তারা। রান ছিলো ১৭। তবে ১১তম ওভারে শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল।
এরপর শ্রীলংকার মিডল-অর্ডারকে চেপে ধরেন দুই পেসার হোল্ডার ও রোচ। স্কোর বোর্ডে ৯২ রান উঠতে আরও ৪ উইকেট তুলে নেন তারা। ওশাদা ফার্নান্দো ৪ রানে রান আউট হন। ধনঞ্জয়া ডি সিলভাকে ১৩ ও অভিষেক ম্যাচ খেলতে নামা পাথুম নিশাঙ্কাকে ৯ রানে শিকার করেন রোচ। দিনেশ চান্ডিমালকে ৪ রানে থামান হোল্ডার।
ষষ্ঠ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে শ্রীলংকার স্কোর দেড়শ স্পর্শ করান ওপেনার থিরিমান্নে ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। ধীরে ধীরে বড় হতে থাকা জুটিতে ভাঙ্গন ধরান হোল্ডার। ৩২ রান করেন ডিকবেলা।
দলীয় ১৫০ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ১৯ রানে শেষ ৪ ব্যাটসম্যানকে হারায় শ্রীলংকা। এরমধ্যে হোল্ডার ৩টি ও রোচ নেন ১টি উইকেট । হোল্ডার ২৭ রান ও রোচ ৪৭ রান খরচ করেন। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন থিরিমান্নে। টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মত হাফ-সেঞ্চুরি করা ইনিংসে ১৮০ বল খেলে ৪টি চার মারেন থিরিমান্নে।
দিন শেষে ১৩ ওভার ব্যাট করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ । অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩ ও জন ক্যাম্পবেল ৭ রানে অপরাজিত আছেন।