চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ায় এবার বাংলাদেশের চোখ নতুন কোনো কোচের দিকে। হাই প্রোফাইল হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হিসেবে হাই প্রোফাইল অন্য বিদেশিকেই রাখা হবে, সেটি বিসিবি জানিয়েছিল আগেই। মাঝখানে আবার শোনা গিয়েছিল, কোচ হিসেবে উপমহাদেশের কাউকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
তবে এবার নতুন খবর, বাংলাদেশের পরবর্তী কোচ হতে পারেন জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘(হাথুরুসিংহের উত্তরসূরি হওয়ার দৌড়ে) পছন্দের শীর্ষে আছেন জিম্বাবুয়ের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ার। ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। খেলোয়াড়ি জীবনে অবসরের পর ২০০৭ সালে নিয়োগ পান ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে।’
অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে সম্মানজনক অ্যাশেজ জয়ের পাশাপাশি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছিল ইংল্যান্ড। এদিকে হুট করে জাতীয় দলের জন্য হাই প্রোফাইল একজন কোচ পাওয়া সময়সাপেক্ষ। কিন্তু সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। আর ঐ সিরিজে একজন অন্তর্র্বতীকালীন কোচ রাখার পরিকল্পনা বিসিবির। সেই দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন, যিনি ইতিপূর্বে জাতীয় দলের সহকারি কোচ ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।
সোমবার বিপিএলের প্রথম ম্যাচের বিরতির সময় সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও জানান, সুজনকেই করা হতে পারে অন্তর্র্বতীকালীন কোচ। তিনি বলেন, ‘এর মধ্যে সিরিজ (শ্রীলঙ্কার বিপক্ষে) শুরু হবার আগে যদি বাইরের কোচ না আনি বা ফাইনাল করতে না পারি, তাহলে অবশ্যই লোকাল কোচ হবে। খালেদ মাহমুদ সুজনের সম্ভাবনাই বেশি। তার উপরই দায়িত্ব দেয়া হতে পারে।’
কোচের পদ ছাড়লেও এরই মধ্যে একবার ঢাকা আসার কথা ছিল হাথুরুসিংহের। যদিও এখনও তার পায়ের ধুলো পড়েনি! এ প্রসঙ্গে সাংবাদিকদের পাপন বলেন, ‘তার আসার কথা ছিল। এই দু-একদিনের মধ্যেই তার আসার কথা ছিল। লাস্ট আমাদের সিইও সুজন (নিজাম উদ্দিন চৌধুরী) আমাকে জানিয়েছে, তাকে (সিইও) একটা চিঠি পাঠিয়েছে । কয়েকদিন পরে সে আসবে। এইটুকুই জানি এখন পর্যন্ত।’
আজকের বাজার: সালি / ২১ নভেম্বর ২০১৭