এখন থেকে অ্যাপেই মিলবে ইলেকট্রনিকস কিংবা ইলেকট্রিক্যাল পণ্যের সমস্যার সমাধান। এর জন্য চালু করা হয়েছে নতুন একটি অ্যাপ ‘দ্রুত’।
শুক্রবার ‘দ্রুত’ মোবাইল অ্যাপটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।
তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে ‘দ্রুত’ (bit.ly/DrootoApp) অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই যে কোনো ইলেকট্রনিকস কিংবা ইলেকট্রিক্যাল পণ্য মেরামত করা যাবে। প্রথমে দ্রুতের অ্যাপে সার্ভিসের জন্য বু্কিং করতে হবে। এর পর মুহূর্তের মধ্যে আমাদের সার্ভিস টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
এ ছাড়া দ্রুতের রয়েছে ১৩টিরও বেশি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ১১৫ জন সার্ভিস এক্সপার্ট যারা অভিজ্ঞতা ও পেশাদারিত্বের দিক দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
আজকের বাজার/আরজেড