অ্যালায়েন্স জোটের প্রকৌশলীদের পরিদর্শনে দেখা গেছে প্রায় ৮৫ শতাংশ কারখানার নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে। এছাড়া মোট ২৩৪টি কারখানা ৮০ শতাংশ উচ্চমাত্রার নিরাপত্তার ইস্যুসহ অ্যালায়েন্সের প্রস্তাবিত সব শর্তই পূরণ করেছে।
১৫ নভেম্বর বুধবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যালায়েন্স জোটের নির্বাহী পরিচালক জিম মরিয়ার্টির বক্তব্যে এ তথ্য জানা যায়।
মরিয়ার্টি বলেন, অ্যালায়েন্স জোট শুরু হওয়ার পর আমাদের কারখানাগুলো ব্যাপকভাবে নিরাপদ অবস্থায় রয়েছে। ২০১৩ সাল থেকে কারখানার মালিকরা যে কঠোর পরিশ্রম করেছেন তা এখন ফলাফল পাওয়া শুরু হয়েছে।
তিনি আরো বলেন, এখন হাজারের বেশি কারখানা সিএপি ক্লোজারে পৌঁছেছে।
অ্যালায়েন্স প্রায় ৭০০র বেশি কারখানা পর্যবেক্ষণ করেছে।নিরাপত্তাজনিত শর্ত পূরণ না করায় ইতোমধ্যে ১৬২টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছিল অ্যালায়েন্স।
মরিয়ার্টি বলেন, এই কারখানাগুলোর জন্য নিরাপত্তার মান বজায় রাখা অগ্রাধিকার পাবে।আমরা আমাদের কর্মসূচিকে ২০১৮ সালের পরেও টেকসই অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ নভেম্বর ২০১৭