অ্যাশ সুন্দরী, কিন্তু…

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আর হৃতিক রোশন এখনো অবধি ৩টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেগুলো হলো ধূম ২‚ যোধা আকবর আর গুজারিশ। বলিউডের অন্যতম সফল জুটির মধ্যে তারা আছেন।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক ও ছবি ক্রিটিক সবারই মনে ধরে। কিন্তু একটা সময় এমন ছিল য্খন হৃতিক মনে করতেন ঐশ্বরিয়া দেখতে সুন্দর তাই তার কোনো ট্যালেন্ট নেই। এই কথা উনি নিজের মুখেই স্বীকার করেছেন।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে অবশ্য হৃতিক মেনে নেন যে, ঐশ্বরিয়া সম্পর্কে ভুল ভেবেছেন তিনি। তার কথায়, আমি অ্যাশ সম্পর্কে ভুল ভেবেছিলাম। আমি বোকার মতো ওকে বিচার করেছি। আসলে অনেক সময় কেউ যদি দেখতে সুন্দর হয় তখন তার আর অন্য কোনো গুণ আছে কি না আমরা তা বিচার করে দেখি না। ঐশ্বরিয়া শুধুমাত্র দেখতে সুন্দর নয়। ও আরো অনেক বেশি। ওর মুখ দেখে কিছুই বোঝা যায় না।

সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার মতো কো-স্টার পাওয়া ভাগ্যের ব্যাপার বলেও জানান হৃতিক রোশন। একই সঙ্গে জানান, অ্যাশ নিজের অভিনয়কে কতটা সিরিয়াসলি নেন।

আজকেরবাজার/এসকে