নর্দান অ্যায়ারল্যান্ডের লন্ডনডেরি নগরীতে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকে একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করা হচ্ছে। পুলিশ শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।
এখন পর্যন্ত এ নারীর আনুষ্ঠানিকভাবে কোন পরিচয় না পাওয়া গেলেও অনেক প্রতিবেদক লিরা ম্যাকি হিসেবে তার নাম উল্লেখ করেছে। তিনি একজন সাংবাদিক সহকর্মী। এরআগে এ নারী সাংবাদিক অনলাইনে যে ছবি পোস্ট করেছিলেন সেটি নগরীর দাঙ্গার ছবি বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিভিন্ন ছবিতে একটি গাড়ি ও ভ্যান আগুনে পুড়তে এবং মুখোশ পরিহিত কিছু ব্যক্তিকে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও আতশবাজি ছুড়ে মারতে দেখা যাচ্ছে।
টুইটারে দেয়া এক বিবৃতিতে সহকারি প্রধান কনস্টেবল মার্ক হ্যালিটন বলেন, ‘দুঃখের সাথে আমি জানাচ্ছি যে ক্রিগানে রাতে গুলিবিদ্ধ হওয়া ২৯ বছর বয়সী এক নারী মারা গেছে।’
‘আমরা এটাকে একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করছি এবং আমরা এ ব্যাপারে তদন্ত শুরু করেছি।’
এ নারীকে কারা গুলি করে হত্যা করে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সুস্পষ্ট কিছু জানা না গেলেও রিপাবলিকান দলের এক শীর্ষ রাজনৈতিক নেতা এ ঘটনায় তথাকথিত ভিন্নমতাবলম্বীদের দায়ী করেন।