জাপানে প্রলয়ঙ্করী টাইফুনের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কানসাই বিমানবন্দরটি শুক্রবার আংশিক খুলে দেয়া হবে। বৃহস্পতিবার দেশটির সরকার একথা জানিয়েছে।
টাইফুনের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে বিমানবন্দরটির একটি অংশ পানিতে ডুবে গেছে। এছাড়া ঝড়ো ও তীব্র বাতাস একটি ট্যাংকারকে ভাসিয়ে মূল ভূখন্ডের সংঙ্গে সংযোগকারী সেতুর ওপর আছড়ে ফেলেছে।
এতে মূল ভূখন্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে।
সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা বলেন, ‘আগামীকাল কানসাই আর্ন্তজাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমান চলাচল পুনরায় শুরু হবে। প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথেই আর্ন্তজাতিক বিমান চলাচলও পুনরায় শুরু করা হবে।’
আজকের বাজার/এমএইচ