যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানী ইরানের প্রতি তার আইনী বাধ্যকতা পূরণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে(আইএইএ) সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
তেহরানের সমালোচনা করে আইএইএ আনুষ্ঠানিক একটি প্রস্তাব গ্রহণ করার পর, বুধবার তারা এ আহ্বান জানায়।
দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় আইএইএ’র আনুষ্ঠানিক এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে একটি যৌথ-বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আমরা ইরানকে তার আইনী বাধ্য-বাধকতা পূরণের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে মনোযোগ দিতে এবং বিলম্ব না করে আইএইএকে সহযোহিতা দেয়ার আহ্বান জানাই।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, তেহরানকে অবশ্যই তার বাধ্য-বাধকতাসমূহ পূরণ এবং পরমাণু সমস্যা সমাধানে সংস্থাকে সহযোগিতা করতে হবে।
এর আগে বুধবার আইএইএ জানায়, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের সাথে যথাযথভাবে সহযোগিতা না করায়- আইএইএ ইরানকে সমালোচনা করে একটি আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করে।